Friday, December 5, 2025

জামজামিকে হারিয়ে ভোজগাতী একাদশের শিরোপা জয়

শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি: মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ভোজগাতী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ভোজগাতী একাদশ ও জামজামি একাদশ।

খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ভোজগাতীর সজল ও জামজামির সুদীপ্ত একটি করে গোল করেন। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ভোজগাতী একাদশ জামজামি একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম শামীম। এছাড়া উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা রহমত আলী এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চল। অতিথিরা বিজয়ী ও পরাজিত উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।

খেলাটি পরিচালনা করেন রেফারি জাহিদুল ইসলাম ও আবু খায়ের। এছাড়া অনুষ্ঠানে ভোজগাতী গ্রামের অসুস্থ রবিউল ইসলামের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর