জাকির হোসেন (কেশবপুর) যশোর: কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌরসভার ১, ৩, ৪, ৬ ও ৭নং ওয়ার্ডে কর্মীসভা এবং সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং সদস্য ফরম বিতরণ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলু রানা বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইকবল রুজু, সদস্য খন্দকার ফররুজ্জামান রাসেল ও মো. আ. রহিম।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবল হোসেন।






