Friday, December 5, 2025

শার্শায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাসুদুর রহমান শেখ বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় শার্শা মিনি স্টেডিয়ামে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা ৫নং ওয়ার্ড বিএনপি’র আব্দুল খালেক সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওসমান আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি ও আরংগজেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, জেলা ছাত্রদলের সদস্য ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জুবায়ের শাওন, জিয়াউর রহমান, সোহেল রানাসহ শার্শা ও সদর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ বলেন, “এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য। খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে। তাই ছাত্র-যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।”

উল্লেখ্য, খেলাটি প্রীতি ম্যাচ হলেও স্থানীয় তরুণ-যুবকদের অংশগ্রহণ ও উপস্থিত দর্শকের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর