যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সেবায় পাশে দাড়িয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক নির্দেশনায় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সেবায় একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা, প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া প্রচন্ড গরমে পানি বিতরণ করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,সহ সাধারণ সম্পাদক আলামিন হোসেন, পলেটেকনিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রিফাত, যুগ্ম আহবায়ক শাহী, ছাত্রনেতা ইমামুলসহ নেতৃবৃন্দ।
এ কার্যক্রমে উপস্থিত নেতাকর্মীরা জানান, ছাত্রসমাজের অধিকার আদায় ও তাদের পাশে থাকা ছাত্রদলের অঙ্গীকার, এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।







