শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সিরাতুন্নবী (সা.) ২০২৫ উদযাপন উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভা চত্বরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ। প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রহিম জামালি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম গোলামুল্যাহ, মাওলানা আফছার উদ্দিন ফিরোজ, হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর এবং মাওলানা আব্দুল কাদির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাইকগাছা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।







