Thursday, November 6, 2025

নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম

নড়াইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের পক্ষে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করছেন লায়ন নুর ইসলাম। বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ জানা যায়, ইউনিয়ন পর্যায়ে ভোট প্রার্থনার সময় তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন, নির্বাচনের পূর্বে যে সমস্ত প্রার্থী বা দল সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত, তারা নির্বাচিত হলে দেশ ও জনগণের জন্য কতটা কল্যাণকর হবে, সে কথা বিবেচনা করে প্রার্থী বাছাই করতে হবে। লায়ন নুর ইসলাম বলেন, “জনগণের অধিকার, আমাদের অঙ্গীকার— সে অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই দেশব্যাপী কাজ করছে গণঅধিকার পরিষদ। আপনারা আমাদের এই যাত্রায় শরিক হয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গণঅধিকার পরিষদে আপনাদের মূল্যবান ভোট দিয়ে গণবন্ধু ভিপি নূরের হাতকে শক্তিশালী করুন এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!