নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর ফুলিকাজির মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে কর্মরত নার্স প্রিয়া রোগীর সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি ভঙ্গের অভিযোগ ওঠে।
বুধবার (২৭ আগস্ট) রাতে ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত নার্স প্রিয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ক্লিনিকের মালিক সেলিমও বিষয়টি স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করার অনুরোধ জানান। তবে স্থানীয়রা এ ঘটনায় কঠোর আইনগত পদক্ষেপের দাবি তুলেছেন।
এরপর বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. আবুল হাসনাত বলেন, “অপারেশন থিয়েটারের ভেতরের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। মুমূর্ষু রোগীর অস্ত্রোপচারের সময় ভিডিও করে টিকটক বানানো সীমাহীন অপরাধ। জেলা সিভিল সার্জনের নির্দেশে অপারেশন থিয়েটারটি সিলগালা করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”







