নড়াইল ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বুধবার দুপুরে ব্যাপক গণসংযোগ ও মোটরশোভাযাত্রা করেছেন। কালিয়া উপজেলা সদর থেকে শুরু হওয়া শোভাযাত্রা সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ ও বড়দিয়া বাজার ঘুরে বিঞ্চুপুর মাধ্যমিক মাঠে এসে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এর আগে কালিয়ার শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল ১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল ২ আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা শাখার সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা শাখার সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ অনেকে।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিজয়ের আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে এলাকার সড়ক, সেতু-ব্রিজ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। একই সঙ্গে সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।







