Friday, December 5, 2025

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ঘোষনা হলো অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপ টি-টোয়েন্টির। টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আসরে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

প্রত্যেক দল গ্রুপপর্বে ৩টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ প্রথম ম্যাচে নামবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ।

ঘোষিত স্কোয়াডসমূহ এক নজরে,

আফগানিস্তান
রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

বাংলাদেশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

হংকং
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, শহীদ ওয়াসিফ, নিয়াজাকাত খান, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, আনশুমান রাথ, কালহান চাল্লু, আয়ুশ শুকলা, আইজাজ খান, আতিক ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহেদ, এহসান খান।

ভারত
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

ওমান
যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ ওদেদারা, আমির কালিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান ব্রিশ্ট, করন সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।

পাকিস্তান
সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম।

শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর