Saturday, December 6, 2025

যশোরে লিগ্যাল এইড অফিসে ঢুকে মারপিট ও ভাঙচুর, নারী আটক

যশোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চারতলায় লিগ্যাল এইড অফিসে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারপিটের অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত সালমা খাতুন মনিরামপুর উপজেলার এজের আলীর মেয়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুই নারীর বিরুদ্ধে মামলা করেছেন লিগ্যাল এইড অফিসের বেঞ্চ সহকারী মেহেদী হাসান। অপর আসামি সালমার মা তাসলিমা বেগম। মামলায় উল্লেখ করা হয়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মা ও মেয়ে লিগ্যাল এইড অফিসে আসেন। এ সময় তাদের হাতে স্টিলের লাঠি ছিল। হঠাৎ তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর ও নথিপত্র তছনছ করতে থাকেন। বাধা দিলে বাদী, জারিকারক সজল কুমার এবং ক্লিনার মর্জিনা বেগমকে মারধর করেন। লিগ্যাল এইড অফিসার ঠেকাতে এলে তাকেও অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় পুলিশ এসে মেয়ে সালমাকে আটক করে, তবে পালিয়ে যায় অপর আসামি। পরে এ ঘটনায় মামলা করা হয়। এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, আটক সালমা লিগ্যাল এইড অফিসের সহযোগিতায় জমি সংক্রান্ত একটি মামলা করেছিলেন। ওই মামলার শুনানির তারিখ ছিল রোববার। সালমার মনেরমত মামলার বিচারকার্য পরিচালিত না হওয়ায় তিনি এ হামলা চালান।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর