Friday, December 5, 2025

বাগেরহাট-৪ আসন বাতিলের প্রতিবাদে মোরেলগঞ্জে অবরোধ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মোরেলগঞ্জে চলছে অবরোধ কর্মসূচি। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

অবরোধে অংশ নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন—জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, অধ্যাপক আবদুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ঐতিহাসিক খানজাহান আলী বিজড়িত ও সুন্দরবন সংলগ্ন বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করা।” তারা দাবি জানান, আসনটি বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অবরোধের কারণে মোরেলগঞ্জ ও শরণখোলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকল রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নব্বইরশি, ছোলমবাড়িয়া ও পাঁচরাস্তা বাসস্ট্যান্ড থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। এমনকি ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার গাড়িও বন্ধ রয়েছে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর