আফ্রিকার দেশ ক্যামেরুনের সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। দেশটি নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে। রোববার (২৪ আগস্ট) ডয়েচে ভেলে ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়।
নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্নো প্রদেশের কুমশে এলাকায় শনিবার চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে।
এনএএফ–এর মুখপাত্র এহিমেন এজোদামে জানান, অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। সেনারা জানিয়েছে, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
উত্তর-পূর্ব নাইজেরিয়া প্রায়ই বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আইএস ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠী সেনাদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে, দখল করেছে একাধিক সেনা ঘাঁটি।
জাতিসংঘের তথ্যমতে, গত ১৬ বছরের সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নাইজেরিয়ায় ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে এসব অস্ত্র সরবরাহ সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধি করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অনলাইন ডেস্ক/আর কে-০৭







