Thursday, November 6, 2025

নড়াইলে বিএনপির জনসভা: ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয় লক্ষ্য

নড়াইল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নড়াইলের কালিয়ার যাদবপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে যাদবপুর আলিয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সভায় সভাপতিত্ব করেন পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ আলম মোল্যা এবং সঞ্চালনা করেন কালিয়া উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো. হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহসান, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম,কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু,কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস হোসেন বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিন বিশ্বাস, কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম, নেছার উদ্দিন আহমেদ, কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমিয়ার হোসেন গাউস, কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ নেয়ামত হোসেন, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন আক্তারুজ্জামান, ১১নং পেড়লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একতিয়ার হোসেন গাজী, পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন শেখ, পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!