Friday, December 5, 2025

মেসির পাশে থেকেই ফুটবলকে বিদায় জানাতে চান সুয়ারেজ

লিওনেল মেসির সঙ্গে লুইস সুয়ারেজের বন্ধুত্বটা আজকের নয়, শুরু হয়েছিল বার্সেলোনায় থাকার সময় থেকেই। ভিন্ন পথে হাঁটার পরও ক্যারিয়ারের শেষদিকে এসে দুজন আবারও এক হয়েছেন ইন্টার মিয়ামিতে। মাঠের খেলায় যেমন বোঝাপড়া, তেমনি ব্যক্তিগত জীবনে বন্ধুত্বও আরও গাঢ় হয়েছে। তাই হয়তো মিয়ামিতেই মেসির পাশে থেকে ফুটবলকে বিদায় জানাতে চান উরুগুইয়ান তারকা।

বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত একসঙ্গে খেলাকালীন চারটি লা লিগা, চারটি কোপা দেল রে, দুটি সুপারকোপা, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ জেতেন তারা। এরপর সুয়ারেজ যান অ্যাটলেটিকো মাদ্রিদে। তবে ২০২৩ সালে আবারও মিয়ামিতে একত্র হন মেসি-সুয়ারেজ জুটি।

গত মৌসুমে এমএলএসে ২০ গোল করে ইন্টার মিয়ামির সাপোর্টারস শিল্ড জয়ে বড় ভূমিকা রাখেন সুয়ারেজ। তবে চলতি মৌসুমে ২১ ম্যাচে মাত্র ৬ গোল করতে পেরেছেন। মৌসুম শেষে শেষ হবে তার বর্তমান চুক্তি, যা মেসির ক্ষেত্রেও প্রযোজ্য। তবে গুঞ্জন আছে, মেসি শিগগিরই নতুন চুক্তিতে সই করবেন।

৩৮ বছর বয়সী সুয়ারেজ ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে মেসির সিদ্ধান্তের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করছে না বলেই জানিয়েছেন তিনি। তবু দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সুয়ারেজ বলেন, অবশ্যই, মেসির সঙ্গে অবসরে যেতে পারলে ভালো লাগবে। বহু বছর ধরে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তবে সিদ্ধান্তটা আমাদের দুজনেরই আলাদা। আমি এখানে খুশি, শারীরিকভাবেও ভালো আছি। ক্লাব যদি চায় আমি এখানেই অবসর নেই, তাতে আমার আপত্তি নেই।

তিনি আরও বলেন, আমি জানি, কিছু সময় আরও ভালো দিতে পারি। দলের জন্য অবদান রাখতে চাই। তবে ফুটবলে সবসময় সবকিছু নিজের মতো হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিয়ামিকে সামনে এগিয়ে নেওয়া, ম্যাচ জেতানো আর শিরোপা জেতা।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর