Friday, December 5, 2025

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সাকিবের অ্যান্টিগার জয়

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে গতকাল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ব্যাট হাতে মাত্র ১৩ বলে ৭ রান করে ফেরেন টাইগারদের সাবেক অধিনায়ক। তবে বল হাতে মাত্র ১ ওভার করেও ম্যাচে রাখেন কার্যকর ভূমিকা—৬ বলে দেন মাত্র ২ রান এবং শিকার করেন ড্যারেন ব্রাভোর মূল্যবান উইকেট।

আগে ব্যাট করে অ্যান্টিগা সংগ্রহ করে ৬ উইকেটে ১৬৭ রান। অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৭ বলে ৩৯ এবং ফ্যাবিয়েন অ্যালেন ২০ বলে ঝড়ো ৪৫ রান করে দলের ইনিংস ভরসা জোগান।

জবাবে জয় থেকে মাত্র এক ধাপ দূরে ছিল ত্রিনবাগো। কলিন মুনরো ১৮ বলে করেন ৪৪, কিসি কার্টি খেলেন ৩৫ রান। শেষদিকে কাইরন পোলার্ড ঝড় তুললেও ম্যাচের মোড় ঘুরে যায় শেষ ওভারে। শেষ ২ ওভারে দরকার ছিল ৩৬ রান, উনিশতম ওভারে পোলার্ড নেন ২২ রান। তবে শেষ ওভারে টানা ৪ বলে রান পাননি, শেষ বলে বাউন্ডারি হাঁকালেও জয় থেকে ৮ রান দূরে থামে ত্রিনবাগো।

অ্যান্টিগার ৮ রানের জয় নিশ্চিত করতে বল হাতে সাকিবের সাশ্রয়ী স্পেল ছিল বিশেষ অবদান।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর