Friday, December 5, 2025

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল সাতটি দেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ফেলেছে সাতটি দেশ। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার (২০ আগস্ট) জানিয়েছে, ইন্দোনেশিয়ার সঙ্গে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও সিঙ্গাপুর মোট ১৫৪টি প্যালেট ত্রাণ ফেলেছে। প্রতিটি প্যালেটে কয়েকশ কেজি ত্রাণ ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সঙ্গে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। টাইমস অব ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে।

গাজায় দীর্ঘদিন ধরে চলা মানবসৃষ্ট দুর্ভিক্ষের কারণে আন্তর্জাতিক চাপের মুখে গত ২৬ জুলাই থেকে বিমান পথে ত্রাণ ফেলার সুযোগ দেয় ইসরায়েল। এর আগে টানা দুই মাস সেখানে কোনো খাদ্যশস্য প্রবেশ করেনি। ফলে ভয়াবহ খাদ্যসংকটে পড়ে মানুষ।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, রাতারাতি শত শত মানুষ অপুষ্টিতে ভুগতে শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ৩০০ জন অনাহারে মারা গেছেন।

তবে বিমান থেকে ফেলা ত্রাণ গাজার মানুষের জন্য যথেষ্ট নয়। বরং প্যালেট পড়ে আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ত্রাণের জন্য মানুষকে দৌড়াদৌড়ি করতেও দেখা যায়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিমান থেকে ৪১৫ টন ত্রাণ ফেলা হয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর