ক্ষুধায় কাতর গাজায় মঙ্গলবার প্রায় ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের সমন্বয়কারী কমিটি (কোগাট) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার যেসব ত্রাণ প্রবেশ করেছে, সবই জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত। আরও কয়েক শ ট্রাক গাজায় ঢোকার অপেক্ষায় রয়েছে, যেগুলো শিগগিরই প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কোগাট।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। প্রায় ২২ মাসের এ অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধের প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইডিএফ। ফলে বোমা হামলার সঙ্গে ক্ষুধা ও অপুষ্টিতেও প্রাণ হারাচ্ছে শত শত মানুষ।
গত কয়েক সপ্তাহ ধরে জর্ডানের সহায়তায় বিভিন্ন দেশ বিমান থেকে ত্রাণ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের প্রয়োজন। সেখানে বিমান থেকে পতিত ত্রাণসামগ্রীর পরিমাণ মাত্র ৬ থেকে ৯ ট্রাকের সমান।
মঙ্গলবার খাদ্যসামগ্রীর পাশাপাশি জ্বালানিবাহী ট্রাকও গাজায় প্রবেশ করতে দিয়েছে আইডিএফ। জাতিসংঘ জানিয়েছে, হাসপাতালগুলো সচল রাখতে এই জ্বালানি সরবরাহ করা হয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৩







