ডেকোরেটর মালিকরা বিএনপির একটি অনুষ্ঠানে সেবা দেওয়ায় আওয়ামী লীগ সরকার ও পুলিশের নির্মম আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারের অত্যাচার থেকে বিএনপির নেতাকর্মীদের মতো ডেকোরেটর মালিকরাও রেহায় পাননি। শুধু একটি রাজনৈতিক দলের প্রোগ্রামে সেবা দেওয়ায় মালিক ও কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে, আটক করা হয়েছে, এমনকি প্রোগ্রামের খাবার পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে।”
মঙ্গলবার যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির আয়োজনে খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইসাথে তিনি সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
যশোরের মুজিব সড়কের চাই পাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী এ সভায় ডেকোরেটর মালিকদের বিভিন্ন সমস্যা, হয়রানি, সদস্যদের কল্যাণ ও সংগঠনের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এম এ ইউসুফ আলী। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ডেকোরেটর মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী মোল্লা। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা শাখার সহ-সভাপতি হাসান আব্দুর রব। খুলনা বিভাগের সব জেলার নেতৃবৃন্দ ও যশোরের নেতারা এতে অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি দেলোয়ার হোসেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পেশাগত মানোন্নয়ন, নতুন কমিটি গঠনসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। শেষে নবগঠিত কমিটির দায়িত্ব বণ্টন করা হয় এবং যশোর জেলা কমিটির নেতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া প্রধান অতিথি মিজানুর রহমান খান, চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাংবাদিক এমআর খান মিলন এবং শিমুল ভূঁইয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।







