Friday, December 5, 2025

সাফ আমন্ত্রণে ভুটান গেলেন রেফারি এসেসর তৈয়েব হাসান

সাতক্ষীরা প্রতিনিধি: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর আমন্ত্রণে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে রেফারি এসেসর হিসেবে যোগ দিতে ভুটান গেছেন দেশের ক্রীড়াঙ্গনের গর্ব সাবেক ফিফা এলিট রেফারি ও রেফারি ইনস্ট্রাক্টর তৈয়েব হাসান। টুর্নামেন্টটি আগামী বুধবার থেকে ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হবে।

আজ (সোমবার) সকালে ভুটানের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী তৈয়েব হাসান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে অনন্য রেকর্ড গড়েছেন।

তিনি দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র রেফারি যিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড (এএফসি রেফারিজ মোমেন্তো অ্যাওয়ার্ড) অর্জন করেছেন। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় জায়গা পাওয়া তৈয়েব ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে প্রথম সাউথ এশিয়ান প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্রীড়াঙ্গনে অবদান রাখার পাশাপাশি করোনাকালে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। সেই সময় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যবহৃত নিজের স্মরণীয় জার্সিটি নিলামে বিক্রি করে ৫ লাখ ৫৫ হাজার টাকা করোনা আক্রান্তদের সহায়তায় দান করেন। এ মহৎ উদ্যোগে তিনি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে তাঁকে অভিনন্দন জানান।

রেফারিং ও খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তৈয়েব হাসান রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। পুরস্কারের অর্থ তিনি ব্যয় করেন স্থানীয় দুস্থ ও অপুষ্টিজনিত সমস্যায় ভোগা শিশুদের কল্যাণে। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

এএফসি মোমেন্তো রেফারিজ অ্যাওয়ার্ড ছাড়াও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব-ঢাকা এবং সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকাসহ একাধিক সংস্থা তাঁকে বিশেষভাবে সম্মাননা প্রদান করেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর