Friday, December 5, 2025

ইংল্যান্ড দলে ডাক পেতেই তরুণ পেসারের হ্যাটট্রিক

দিনদুয়েক আগে ইংল্যান্ডের সিনিয়র দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার সনি বেকার। সেই সুখবর দারুণ এক হ্যাটট্রিক দিয়ে উদযাপন করেছেন তিনি। দ্য হান্ড্রেডে রোববার নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন ৯০ মাইল বেগে বল করা এই তরুণ পেসার।

ম্যাচে বেকারের দল ম্যানচেস্টার অরিজিনালস প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৭১ রান তোলে। জবাবে ব্যাট হাতে নামা সুপারচার্জার্স ১১৪ রানে অলআউট হয়ে যায়।

৫.১ ওভারে ৪ উইকেটে ৪২ রান নিয়ে ধুঁকছিল সুপারচার্জার্স। এরপর বোলিংয়ে এসে তাদের দুর্গতি আরও বাড়িয়ে দেন বেকার। নিজের প্রথম শিকার বানান ডেভিড মালানকে (১৯)। এরপর ইনিংসের শেষ দিকে টম লজ (৪) ও জ্যাকব ডাফিকে (০) টানা বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। মাত্র ২১ রান খরচায় এই ৩ উইকেট ঝুলিতে পোরেন ২২ বছরের বেকার।

দ্য হান্ড্রেডের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন বেকার। এর আগে স্যাম কারেন (২০২৪), টাইমাল মিলস (২০২৩) ও ইমরান তাহির (২০২১) এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর