Friday, December 5, 2025

পাইকগাছায় সিএসও নেটওয়ার্কের কমিটি গঠন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সিএসও এবং সিএসও নেটওয়ার্কের কার্যক্রম টেকসইকরণের লক্ষ্যে অংশগ্রহণমূলক কর্মশালা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় অফিসার্স ক্লাবে ডরপ ইভলভ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসও নেটওয়ার্কের সদস্য অ্যাডভোকেট এফ. এম. এ. রাজ্জাক। পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার এবং সার্বিক তত্ত্বাবধান করেন প্রকল্পের ফ্যাসিলিটেটর রুমানা পারভীন।

কর্মশালায় সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, শিক্ষক আজহারুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, নাজমা বেগম, নুরুন্নাহার বেগম, ছন্দা সুলতানা, ফাতেমা বেগমসহ সিএসও ও নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা অংশ নেন।

কর্মশালা শেষে গোপন ভোটে নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচিতরা হলেন— সভাপতি: অ্যাড. এফ. এম. এ. রাজ্জাক, সহ-সভাপতি: নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক: ফাতেমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক: নাজমা বেগম, কোষাধ্যক্ষ: সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, প্রচার সম্পাদক: ময়নউদ্দীন আহমেদ, নির্বাহী সদস্য: মনিরুল ইসলাম, ছন্দা সুলতানা ও পারভীন আক্তার।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর