Friday, December 5, 2025

নড়াইলে বিনামূল্যে দেড় হাজার রোগীর চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

নড়াইল প্রতিনিধি: শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে নড়াইলে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমানের বাড়িতে আয়োজিত এ চক্ষুশিবিরে প্রায় দেড় হাজার রোগীর চোখ পরীক্ষা করা হয়। বাছাই শেষে প্রথম পর্যায়ে ৫০ জনের চোখে লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়। বাকিদের ধাপে ধাপে চিকিৎসা দেওয়া হবে বলে আয়োজকরা জানান।

শিবির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন। এছাড়া খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হাসান ও ডা. জোবায়ের রিয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর