Saturday, December 6, 2025

বাঘারপাড়া উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নির্বাচন সম্পন

আজম খাঁন,বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতির বাঘারপাড়া উপজেলা শাখা কমিটির নির্বাচনে তানভীর সভাপতি ও দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় যশোর জেলা নেতৃবৃন্দ এ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।বিনা প্রতিদ্বন্দিতায় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম তানভীর আহম্মদ।
একইভাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম দস্তগীর। গত ২৬ নভেম্বর এ সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। পরে বিভিন্ন বিষয়ে সংশাধনী এনে পুনঃ তফসিল ঘোষনা করা হয় ৪ ডিসেম্বর। এতে নির্বাচনের দিন নির্ধারণ ছিল আগামি ১৫ জানুয়ারি।মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন ছিল ২৮ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ছিলা ১ জানুয়ারি। সভাপতি পদ ছাড়া বাকি সকল পদে একটি করে মনোনয়ন পত্র বিক্রি হয়।
সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন ও সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান। পরে সিনিয়র শিক্ষকদের সমঝোতায় মনিরা পারভীন ও অহিদুর রহমান সভাপতি পদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হলেন সিনিয়র সহ সভাপতি পদে অহিদুর রহমান, সহ সভাপতি পদে শামিমা পারভীন কাকলী, মিজানুর রহমান, কামাল উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আহসান কবীর রেন্টু, সহ সম্পাদক পদে কায়কোবাদ বিশ্বাস, শাহীনুর রহমান, আলেয়া খাতুন, এনামুল কবির ও অঞ্জন কুমার রায় নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ধলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহফুজুর রহমান দিপু। মহিলা সম্পাদক পদে লুইচা খাঁন ও মিডিয়া সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনী ফলাফল ঘোষনায় ছিলেন বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহিদ হাসান শামীম, যশোর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর