ক্রিকেট ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার গুরুতর চোটে পড়লে খেলার ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন কার্যত ১১ জনের বিপক্ষে ১০ জনকে লড়াই করতে হয়। এই পরিস্থিতি ঠেকাতে নতুন নিয়ম চালু করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিয়মটির নাম দেওয়া হয়েছে সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট।
তবে সব ম্যাচে নয়, আপাতত একাধিক দিনের ঘরোয়া টুর্নামেন্টে এ নিয়ম কার্যকর হবে। ফলে আসন্ন দুলিপ ট্রফি থেকেই নতুন নিয়ম চালু হচ্ছে। ভারতের চারটি অঞ্চল নিয়ে চারদিনের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ আগস্ট। একইভাবে দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতেও এটি কার্যকর হবে।
নতুন নিয়ম অনুসারে, খেলা শুরুর পর কোনো ক্রিকেটার গুরুতর বাহ্যিক (এক্সটারনাল) চোট পেলেই বদলি নেওয়া যাবে। যেমন—বড় আঘাত, হাড়ে চিড় ধরা বা গুরুতর কেটে যাওয়া। তবে হ্যামস্ট্রিং, ক্র্যাম্প বা স্ট্রেইনের মতো সমস্যায় বদলি নেওয়া যাবে না।
চোটের গভীরতা নিয়ে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষেই বদলি নামানো যাবে। বদলি খেলোয়াড় অবশ্যই ‘লাইক-ফর-লাইক’ হতে হবে—ব্যাটসম্যানের বদলি ব্যাটসম্যান, বোলারের বদলি বোলার, অলরাউন্ডারের বদলি অলরাউন্ডার। স্কোয়াডের যে কোনো সদস্য এই নিয়মের আওতায় বদলি হিসেবে খেলতে পারবেন।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চলাকালে কেবল কনকাশন ও কোভিড আক্রান্ত হলে বদলি নেওয়ার নিয়ম আছে। তবে সম্প্রতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে রিশভ পান্ত ও ক্রিস ওকসের চোট নিয়ে ব্যাটিংয়ে নামার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। সেই প্রেক্ষিতেই ভারতীয় বোর্ড এ নিয়ম চালুর সিদ্ধান্ত নেয়।
আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে মতভেদ রয়েছে। ভারতের কোচ গৌতম গম্ভীর এ নিয়মের পক্ষে মত দিলেও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ছিলেন বিপক্ষে। এদিকে গত জুনে আইসিসি জানিয়েছিল, সদস্য দেশগুলো চাইলে নিজেদের ঘরোয়া ক্রিকেটে এ নিয়ম চালু করতে পারবে।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







