Wednesday, April 30, 2025

বিয়ের ৭০ দিনের মাথায় সন্তান প্রসব! স্বামীর সঙ্গে তালাক প্রেমিকের সঙ্গে বিয়ে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিয়ের আড়াই মাস মানে ৭০ দিনের মাথায়ই মা হলেন এক নববধূ। বিষয়টি নিয়ে রোববার (৩ জানুয়ারি) সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্র হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন করা হলে পরে প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়া হয়।

জানা যায়, দুই মাস ১০ দিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ে হয়। ২ জানুয়ারি শনিবার রাতে শ্বশুরবাড়িতেই গৃহবধূ একটি পুত্রসন্তান প্রসব করে। প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রোববার সকালে মাসহ বাচ্চাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিয়ে রোববার সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হয়। তালাকের পর রাত ১১টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের একাদশ শ্রেণি পড়ুয়া প্রেমিকের সঙ্গে পুনরায় বিয়ে দেয়া হয়।

আলমডাঙ্গা উপজেলার গাংনী ফাঁড়ি পুলিশের আইসি এসআই কামরুল ইসলাম জানান, প্রেমিককে হাসপাতালে নিয়ে গিয়ে আমার উপস্থিতিতে এ বিয়ে দেওয়া হয়ে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর