Friday, December 5, 2025

নড়াইলে প্রসূতির মৃত্যু, খাদিজা সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় অপচিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় খাদিজা সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটির নানা অনিয়ম খুঁজে পায়। তদন্তে নার্স ও ডিউটি ডাক্তার না থাকা, মানসম্মত অপারেশন থিয়েটার না থাকা এবং চিকিৎসা ব্যবস্থায় গুরুতর ত্রুটি পাওয়া গেলে ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শোয়াইব, আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. মো. সারোয়ার হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মইনুদ্দিন।

গত বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার (১৯) সিজারিয়ান অপারেশনের জন্য খাদিজা সেবা ক্লিনিকে ভর্তি হন। অপারেশনের মাধ্যমে তিনি জমজ সন্তান জন্ম দিলেও পরবর্তীতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত তাকে খুলনার একটি হাসপাতালে রেফার করলেও নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেন। বর্তমানে নবজাতক দুটি অসুস্থ অবস্থায় খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের দেবর মো. আসলাম অভিযোগ করে বলেন, “কোনো এনেসথেসিয়া বিশেষজ্ঞ ছাড়াই সিজার অপারেশন করা হয়েছে। এর ফলেই আমার ভাবীর মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, পরিবারের সদস্যরা বর্তমানে নবজাতকের চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছেন। তারা ফিরে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে গেলে ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীন সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মামলা-মোকদ্দমার হুমকি দেন।

নড়াইল জেলা সিভিল সার্জন ডা. আ. রশিদ বলেন, “প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত টিম পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত টিম গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খাদিজা সেবা ক্লিনিকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালত নিম্নমানের সেবা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার এবং অপচিকিৎসার দায়ে জরিমানা করেছিল। এমনকি কয়েকজনের মৃত্যু হলেও প্রতিষ্ঠানটি এখনো চালু রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর