আঃ সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের ওয়াপদার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলার হিতামপুর মৌজার চরেরবিল এলাকায় বাঁধটি বারবার ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে, ফলে স্থান পরিবর্তনও হচ্ছে। সম্প্রতি ভাঙনে প্রায় ১৭০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ৫৮ লাখ টাকা বরাদ্দে মেরামত কাজ শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে মেরামতাধীন অংশ আবারও ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। বুধবার সকালে উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী (এসডিও) এসএম রিফাত বিন রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় জমির মালিক তৈয়েবুর রহমান জানান, গত বছর ভাঙনে চরেরবিল এলাকা প্লাবিত হয়ে ১৬০০ বিঘা জমির মাছ ও ধান নষ্ট হয়েছিল। পরে বিকল্প বাঁধ নির্মাণে কিছুটা স্বস্তি ফেরে। কিন্তু এবার আবারও একই আশঙ্কা দেখা দিয়েছে। চিংড়ি ঘের মালিক মিনারুল ইসলাম বলেন, আমার কয়েকটি চিংড়ি ঘের রয়েছে, পাশাপাশি ১৬০০ বিঘা জমিতে চাষ চলছে। দ্রুত বাঁধ মজবুত না করলে ধান ও মাছ চাষে বড় ক্ষতি হবে।
এসডিও এসএম রিফাত বিন রফিক বলেন, পানির চাপ প্রচণ্ড। ভাঙন যেভাবে হচ্ছে, তা রোধে নতুন পরিকল্পনা নিতে হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।







