Saturday, December 6, 2025

যশোরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ১৬ বছরের তরুণের বিরুদ্ধে

যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছরের এক তরুণের বিরুদ্ধে ।

গত শুক্রবার (১০ আগস্ট) রাতে বৃদ্ধার নিজ বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হয়ে যায়।

ধর্ষণের শিকার নারী সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের বাসিন্দা।অভিযুক্ত রাফিদ হাসান গ্রামের হায়দার আলীর ছেলে। তারা দুঃসম্পর্কের আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিল ওই বৃদ্ধা। রাত সাতটার পর রাফিদ তার ঘরে ঢুকে। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর থেকে অসুস্থ হয়ে পড়ে ওই বৃদ্ধা। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর