সাতক্ষীরা প্রতিনিধি: “টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠানে জেলার ১৮টি যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সনাক সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। স্বাগত বক্তব্য দেন সনাক-ইয়াস উপকমিটির আহ্বায়ক মো. অলিউর রহমান এবং ধারণাপত্র উপস্থাপন করেন ইয়াস দলের নেতা সমাপ্তি গাইন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার ঘোষ, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, সনাক সদস্য ও সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সনাক সহ-সভাপতি মামনা খানম, ভারতশ্রী বিশ্বাস, পবিত্র মল্লিক দাশ, ডা. সুশান্ত কুমার ঘোষ, আবুল বাসার পল্টু, রুবকা সুলতানা, এসিজি সমন্বয়ক বিপ্লব হাসান ও হুমায়ুন কবীরসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি।
সভায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা গঠনে টিআইবি প্রদত্ত ১০ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— জাতীয় ও স্থানীয় পর্যায়ে তরুণদের অর্থবহ রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, আন্তর্জাতিক শ্রমবাজার উপযোগী দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশে প্রণোদনা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম-প্রতিযোগিতা নিশ্চিত করা।







