দীর্ঘদিনের সম্পর্ক এবার হয়তো পরিণতির পথে। পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের প্রেমকাহিনি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ইনস্টাগ্রামে জর্জিনার সাম্প্রতিক এক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা—তারা কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন?
সোমবার (১১ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন জর্জিনা। সেখানে দেখা যায়, রোনালদোর হাতের উপর রাখা তার হাত এবং অনামিকায় ঝলমলে আংটি। ক্যাপশনে তিনি লেখেন, হ্যাঁ, আমিও রাজি। আমার পরবর্তী জীবনের জন্য। যা অনেকের কাছে বিয়ের ইঙ্গিত হিসেবেই ধরা পড়েছে।
জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০ থেকে ১৫ ক্যারেটেরও বেশি ওজনের এবং দাম এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে। এর আভিজাত্য ও মূল্যই বলে দিচ্ছে, এটি কোনো সাধারণ উপহার নয়।
৪০ বছর বয়সি রোনালদো আগেই বিয়ের আভাস দিয়েছিলেন। বিশেষ করে জর্জিনাকে নিয়ে নির্মিত নেটফ্লিক্স ডকু-সিরিজ ‘I Am Georgina’-তে তিনি বলেছিলেন, যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে। হয়তো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত অবশেষে এসে গেছে।
২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে প্রথম দেখা হয়েছিল তাদের। তখন জর্জিনা সেখানে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেই পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল দুনিয়ার অন্যতম আলোচিত প্রেমগাথা। তাদের দুটি সন্তানও রয়েছে।
এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, কবে ভক্তদের সামনে একসঙ্গে ‘হ্যাঁ’ বলবেন রোনালদো ও জর্জিনা।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







