যশোরে ঋণের টাকা চাইতে গিয়ে মেহেদী হাসান (৫২) ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হামলার শিকার হয়েছে। সোমবার (১১ আগস্ট) বেলা ২টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড়ে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতের নাম মেহেদী হাসান, ব্র্যাক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি ফারদিন গ্লাস অ্যান্ড প্লাস্টিক স্টোরের মালিক বিপ্লবের কাছ থেকে ব্যাংকের ঋণের টাকা আদায় করতে যান। এসময় বিপ্লব বেলচা দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে মেহেদী হাসান হাত দিয়ে ঠেকান। এতে তার বাম হাতের হাড় ভেঙে যায়।
স্থানীয়রা আহত মেহেদী হাসানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আর কে-০২







