যশোরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপশহর শাখায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ কেজী ৮শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছে কোতোয়ালি থানার এসআই অনু কুমার মন্ডল। আাসমিরা হলেন, সুরুজ আলী ও হাসানুল বিশ্বাস। তবে, তাদের ঠিকানা অজ্ঞাত দেখানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, তাদের কাছে খবর আসে চট্টগ্রাম থেকে মাদকের একটি বড় চালান যশোরে এসেছে। যা সুন্দরবন কুরিয়ারে রক্ষিত রয়েছে। পরে শুক্রবার বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় ওই কুরিয়ারে অভিযান চালানো হয়। এক পর্যায় সেখান থেকে একটি কাটুনে থাকা ৯ টি টোপলাই থাকা ওই গাঁজা উদ্ধার করা হয়। যা চট্রগ্রাম থেকে পাঠান আসামি
সুরুজ ও যশোরে গ্রহন করার কথা ছিলো হাসানুল বিশ্বাসের।
পুলিশ জানায়, মোবাইল নাম্বার যাচাই বাছাই চলছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
রাতদিন সংবাদ







