যশোরে বার্মিজ চাকু, ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন, শহরতলীর ঝুমঝুমপুর মাঠপাড়ার মৃত কাওছারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) এবং আব্দুল মালেকের ছেলে সুমন মোহাম্মদ (২২)।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানিয়েছেন, উল্লেখিত দুই আসামি শংকরপুর সরকারি মুরগীর খামারের সামনের একটি ভাংড়ির দোকানের পাশে মাদক দ্রব্য বিক্রি করছিলো। সংবাদ পেয়ে সেখানে গেলে তারা একটি মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করে। এই ঘটনায় কোতয়ালি থানায় মাদক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে আলাদা দুইটি মামলা হয়েছে।
রাতদিন সংবাদ







