Friday, December 5, 2025

পাইকগাছায় ৩ হাজার তালগাছের বীজ রোপণ উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা): বজ্রপাত ও পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য রক্ষায় খুলনার পাইকগাছার কপিলমুনির তালতলা ও গোয়ালবাথান এলাকায় প্রায় তিন হাজার তালগাছের বীজ রোপণ করা হয়েছে। শুক্রবার বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

এ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “৫ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ” পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। এতে সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন ও শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বণিক সমিতির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক এসএম পারভেজ, শেখ শাহ আলম, অলিউল ইসলাম, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম শফিউল ইসলাম, মেম্বার রফিকুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলামসহ স্থানীয় জনগণ।

উদ্বোধন শেষে আনোয়ার আলদীন বলেন, “প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তালগাছ রোপণের বিকল্প নেই। তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর, ভূমিক্ষয় রোধ করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।” তিনি উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তালগাছ, নারকেল ও সুপারি গাছসহ উচ্চতা সম্পন্ন বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

আনোয়ার আলদীন আরও বলেন, “উপকূলীয় সুন্দরবনসংলগ্ন পাইকগাছা-কয়রার প্রকৃতি জলবায়ু পরিবর্তনের কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা ও অতিবৃষ্টির ফলে ফসল ও মৎস্যক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। বৃক্ষশূন্যতার কারণে বজ্রপাতও প্রাণঘাতী রূপ নিয়েছে।”

তিনি তালগাছের বহুমুখী উপকারিতার কথা তুলে ধরে বলেন, “এটি একটি ‘সুপার পাওয়ার’ বৃক্ষ—এর ফল, রস, পাতা, কাঠ সবই মানুষের কাজে লাগে, পাশাপাশি পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর