সাতক্ষীরা প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। শনিবার (৯ আগষ্ট) বেলা ১১টায় শহরের নিউ মার্কেট চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপ্পী, রামকৃষ্ণ চক্রবর্তী, সাংবাদিক বেলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তায় আজকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি। পুলিশ জনগণের টাকায় বেতন নিচ্ছে অথচ সেবা দিতে পারছে না। জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম পুলিশের স্বভাব বদলাবে কিন্তু একটুও বদলায়নি। এখনো ঘুষ খাচ্ছে, নানা অনিয়ম দুর্নীতি করছে। আমরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আর কে-১৫







