মহব্বত আলী, চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলার জাম তলা মোড়ে যুব ক্লাব গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে এ ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ক্লাবের উপদেষ্টা মন্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব শাহিকুল আযম। প্রধান উপদেষ্টার সহযোগী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট টিটুল সরদার, মাষ্টার শিমুল হোসেন, আবু ছাইদ, মুরাদ হোসেন, তন্নু সরদার, মানিক হোসেন, কামাল হোসেন, ছরো মল্লিক ও কবির হোসেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবীর ওয়াসিম। সাধারণ সম্পাদক হয়েছেন যুবনেতা জিকো দফাদার। এছাড়া প্রশিক্ষক বিএম জাহিদুল আযম মিলন, ক্রিয়া সম্পাদক আলিমুজ্জামান ছন্টু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এবং প্রচার সম্পাদক হাবিব হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউদ্দীন, ইব্রাহিম হোসেন, আলিমুজ্জামান আলিম, ইফতেখার হোসেন, আলম হোসেন, দাউদ মন্ডল, রশিদ চাকলাদার, জিয়ারুল ইমাম প্রমুখ।
আর কে-১১







