পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের একদল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে পাকিস্তানি সেনারা গুলি চালায়। পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সেনারা ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে। আইএসপিআরের ভাষ্যে, ৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।
আইএসপিআরের দাবি, নিহতরা আফগান নাগরিক হলেও পাকিস্তানি তালেবানি গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত এবং বেলুচিস্তানে টিটিপির কার্যক্রম বিস্তারের উদ্দেশ্যে এসেছিল। ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া আইএসপিআর দাবি করেছে, অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট। সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় টিটিপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সেনা-পুলিশ যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অনলাইন ডেস্ক/আর কে-১০







