ত্রিনিদাদের মাঠে ওয়ানডে অভিষেকেই নিজের ব্যাটিং প্রতিভার দারুণ প্রদর্শন করলেন হাসান নওয়াজ। তার অপরাজিত ৬৩ রানের ইনিংসে ভর করে সফরকারী পাকিস্তান ৭ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
২৮১ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান শুরুতেই হারায় সাইম আইয়ুবকে (৫)। এরপর আব্দুল্লাহ শফিক (২৯) ও বাবর আজম চেষ্টা করেন ইনিংস গড়ার। বাবর (৪৭) ও রিজওয়ান (৫৩) আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে দল।
এমন সময় হুসেইন তালাতকে সঙ্গে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন অভিষেক ম্যাচের নায়ক হাসান নওয়াজ। দুজনে মিলে গড়েন ১০৪ রানের অপরাজিত জুটি। হাসান ৫৪ বলে ৫ চার ও ৩ ছয়ে খেলেন ৬৩ রানের ম্যাচসেরা ইনিংস, তালাত অপরাজিত থাকেন ৪১ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস (৬০), শাই হোপ (৫৫) ও রোস্টন চেজ (৫৩) হাফ সেঞ্চুরি করলেও বড় স্কোর গড়তে পারেনি ক্যারিবীয়রা। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি নেন ৪ উইকেট, নাসিম শাহ ঝুলিতে ভরেন ৩ উইকেট।
আগামী ১১ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। জয় পেলে সিরিজ নিশ্চিত করবে পাকিস্তান, আর ঘুরে দাঁড়াতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।
স্কোর সংক্ষেপ:
ওয়েস্ট ইন্ডিজ: ২৮০/১০ (৪৯ ওভার) — লুইস ৬০, হোপ ৫৫, চেজ ৫৩; শাহীন ৪/৪৩, নাসিম ৩/৪৫
পাকিস্তান: ২৮৪/৫ (৪৮.৫ ওভার) — হাসান নওয়াজ ৬৩*, রিজওয়ান ৫৩, বাবর ৪৭
ম্যাচসেরা: হাসান নওয়াজ
অনলাইন ডেস্ক/আর কে-০৪







