Friday, December 5, 2025

এবার এআইনির্ভর সার্চ ইঞ্জিন আনলেন ট্রাম্প

বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি পারপ্লেক্সিটি’র সঙ্গে হাত মিলিয়ে নতুন এক এআইনির্ভর সার্চ ইঞ্জিন চালু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কোম্পানি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকা ‘ট্রাম্প মিডিয়া’ কোম্পানিটি ঘোষণা করেছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এর অংশ হিসেবে এ নতুন উদ্যোগটি শুরু করেছে তারা।

পারপ্লেক্সিটি’র মাধ্যমে চালিত ‘ট্রুথ সার্চ এআই’ নামের ফিচারটি ট্রাম্পের ‘ট্রুথ সোশাল’-এর ওয়েব ব্রাউজার সংস্করণের সঙ্গে যোগ করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

ট্রাম্প মিডিয়া’র প্রধান নির্বাহী ডেভিন নুনেস বলেছেন, এআই ফিচারটি ট্রুথ সোশালকে এমন এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করবে, যা ‘যুক্তরাষ্ট্রপ্রেমী ব্যবহারকারীদের জন্য আরও উপকারী হয়ে উঠবে’।

পারপ্লেক্সিটির প্রধান বাণিজ্য কর্মকর্তা দিমিত্রি শেভেলেনকো বলেছেন, “ট্রুথ সোশালের ব্যবহারকারীরা নানারকম গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন। তাই তাদের জন্য শক্তিশালী এআই সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।”

“জিজ্ঞাসু মনই পরিবর্তনের চালিকাশক্তি, আর পারপ্লেক্সিটির এআই তৈরি হয়েছে সেই কৌতূহলকেই উৎসাহিত করার জন্য, যেখানে সরাসরি ও নির্ভরযোগ্য উত্তর দেওয়ার মাধ্যমে তথ্যের উৎসও দেখানো হয়। ফলে মানুষ আরও ভালোভাবে বুঝতে ও জানতে পারবেন।”

এর আগে, পারপ্লেক্সিটির বিরুদ্ধে কপিরাইট অভিযোগ তুলেছে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্ট এবং নিউ ইয়র্কের পুঁজি বাজার ডাও জোন্স।

সম্প্রতি সাইবার নিরাপত্তা কোম্পানি ক্লাউডফ্লেয়ার বলেছে, পারপ্লেক্সিটি গোপনে বিভিন্ন ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়াই তথ্য কেড়ে নিচ্ছে। এ কারণে সমালোচনার মুখে পড়েছে এআই স্টার্টআপটি।

ক্লাউডফ্লেয়ার-এর প্রতিবেদন অনুসারে, বিভিন্ন ওয়েবসাইটের বট প্রতিরোধী নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে গিয়ে সেইসব সাইটের কনটেন্টে প্রবেশ করেছে পারপ্লেক্সিটি’র এআই সার্চ ইঞ্জিন।

ক্লাউডফ্লেয়ার-এর সিইও ম্যাথিউ প্রিন্স বলেছেন, “কিছু কিছু নামকরা এআই কোম্পানি আসলে উত্তর কোরিয়ার হ্যাকারদের মতোই আচরণ করছে। এখন তাদের নাম প্রকাশ করার, লজ্জা দেওয়ার ও কঠোরভাবে ব্লক করার সময় এসেছে।”

এ অভিযোগের জবাবে পারপ্লেক্সিটি বলেছে, ক্লাউডফ্লেয়ারের বিভিন্ন সিস্টেম ‘মূলত বৈধ এআই সহায়ক ও আসল হুমকি আলাদা করতে পারার জন্য যথেষ্ট ভালো নয়’।

এআই কোম্পানিটি আরও বলেছে, ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়া তথ্য নেওয়ার জন্য তারা নিজে নয়, বরং তারা যে থার্ড পার্টির পরিষেবার সাহায্য নিচ্ছে ‘বিশেষ কিছু কাজের জন্য’, সেটিই দায়ী।

তাদের নতুন এআই সার্চ ইঞ্জিন “ওয়েবসাইটের নিষেধাজ্ঞা বা ব্লক এড়িয়ে গোপনে ডেটা নেবে কি না?”– এমন প্রশ্নের জবাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাম্প মিডিয়া বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে, “বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বন্ধ করা, ইন্টারনেটকে সবার জন্য খুলে দেওয়া ও মানুষদের নিজের মত প্রকাশের সুযোগ ফিরিয়ে আনা”।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর