Friday, December 5, 2025

নড়াইল সদর উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে নড়াইল জেলা সমবায় কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন  নড়াইল সদর উপজেলা ইজিবাহিক বহুমিখী সমবায় সমিতির  সভাপতি ইসমাইল সিকদার। এছাড়া বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে ওই কর্মকর্তার অপসরন চেয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন ইজিবাইক শ্রমিক নেতারা। মানববন্ধন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার সমবায় কর্মকর্তা  তৌহিদুর রহমান বিগত সময়ে সমতির কার্যক্রম নিজ ইচ্ছাকৃত বন্ধ রেখেছেন। কার্যক্রম বন্ধ রাখায় উপজেলা ইজিবাইক সমবায় সমিতির শ্রমিক পথে ঘাটে নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। ফলে সড়কে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটছে। সমতির কার্যক্রম না থাকার কারনে ইজিবাইক শ্রমিকেরা পথে ঘাটে আইন না মেনে যেখানে সেখানে অবস্থান করছে। এতে সরকারি, বেসরকারি যানবাহন চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। এ সব বিষয়ে অভিযোগ আসলে ইজিবাইকের সমিতির নেতৃবৃন্দ উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর ইসলালের সরান্নাপর্ন হয়।এসময় ওই কর্মকর্তার নিকট গেলো তিনি সমতির রেজিষ্ট্রেশন বাতিল করার ভয় দেখায়।তখন সমতির নেতৃত্ববৃন্দ ও সদস্য নিয়ে  তৌহিদুর রহমানকে  অনুরোধ জানালে  তিনি মৌখিক ভাবে এক লাখ টাকার প্রস্তাব দেন।  পরবর্তীতে নেতৃবৃন্দ ও শ্রমিকদের কষ্টের রেজিষ্ট্রেশন বাতিল না হওয়ায় সার্থে খামের ভিতর নগত এক লাখ টাকা প্রদান করেন। কিন্ত টাকা দেয়ার পর ও তাদের কার্যক্রম বন্ধ রাখেন। তখন পুনরায়  নেতৃত্ববৃন্দ ও সদস্য নিয়ে সমবায় অফিসে পুনরায় আবার যান।তখন উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান জেলা রেজিষ্ট্রেশন দেওয়ার প্রলোভন দেখিয়ে আরো এক লাখ টাকার দাবি করেন।  এ বিষয়ে জানতে সদর উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন,আমি সমিতির রেজিষ্ট্রেশন কথা বলে কারো নিকট হতে টাকা গ্রহন করিনি। তাদের কমিটি করার জন্য নাম ও ভোটার কার্ড চেয়েছি। জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা কর্মকর্তাকে বিধি মোতাবেক  কমিটি দেওয়ার কথা বলেছি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর