Saturday, December 6, 2025

ভবদহে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা চেয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার (৭ আগস্ট) যশোর জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করে সংগঠনটি।

সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ভবদহ অঞ্চলের সমস্যার কিছু উদ্যোগ নিলেও বাস্তবায়নে ধীরগতি ও নিয়মিত নজরদারির অভাবে তেমন অগ্রগতি হয়নি। এর ফলে চলতি বর্ষা মৌসুমে ভবদহ ও আশপাশের প্রায় ১৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি।

কমিটির নেতারা অভিযোগ করেন, ভবদহ ২১ ভেন্ট স্লুইসগেটের বর্তমানে মাত্র ৮টি গেট খোলা রয়েছে। অবশিষ্ট গেটগুলো খুলে দিলে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হতো। অথচ বারবার কারিগরি সমস্যার অজুহাত দেখিয়ে গেটগুলো বন্ধ রাখা হয়েছে, যার ফলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। তারা এই যুক্তিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দ্রুত সকল গেট খুলে দেওয়ার দাবি জানান।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালী ও সদস্য সচিব চৈতন্য কুমার পাল স্বাক্ষরিত স্বারকলিপিতে যেসব দাবি জানানো হয়েছে, আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা কাটিয়ে জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান ও খননকাজ শুরু, ভবদহ ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ইপিজেড এলাকার বালি ভরাটের পানি খালে ফেলা বন্ধ করা, টিআরএম (ট্রাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন প্রক্রিয়া গতিশীল ও বিস্তৃত করা, ঘের নীতিমালা কার্যকর করে অবৈধ ঘের উচ্ছেদে কঠোর ব্যবস্থা গ্রহণ।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর