Friday, December 5, 2025

মেসিহীন ডি পল-সুয়ারেজের নৈপুণ্য দুর্দান্ত জয় মায়ামির

লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ম্যাচের অষ্টম মিনিটেই হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন মেসি। এই গুরুত্বপূর্ণ তারকার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।

৩৪ মিনিটে পুমাসকে লিড এনে দেন জর্জ রুভালকাবা। তবে বিরতির আগে ডি পলের গোলে সমতায় ফেরে মায়ামি। দ্বিতীয়ার্ধে স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। পরে তারই অ্যাসিস্টে আলেন্দে গোল করে জয় নিশ্চিত করেন।

মায়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও আলেন্দে। মেসি কবে ফিরবেন, তা এখনো নিশ্চিত করেনি ক্লাবটি।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর