যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্লাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইজনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক প্রতিবেশী। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউসুফের ছেলে সোহেল রানা (৩৫) এবং আলালউদ্দিনের স্ত্রী মাহফুজা (৪৫)। তারা দু’জনেই একই গ্রামের বাসিন্দা ও নিকট আত্মীয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের বাসারের ছেলে লুকমান (৪০) হঠাৎ দা নিয়ে সোহেল ও মাহফুজার ওপর হামলা চালান। এতে তারা দুজনই রক্তাক্ত ও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সোহেল পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং মাহফুজা নারী সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রাতদিন সংবাদ/আর কে-০৫







