খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা বালিয়াখালি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন (৩০) সরাফপুর তৈয়বপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষর্দীদের কাছ থেকে জানা যায়, টিপনা বালিয়াখালি ব্রিজের কাছে পাইকগাছা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাসের (ঢাকা মেট্রো জ ১১-১৮৬৬) সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চাকল বিল্লাল হোসেন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খর্নিয়া হাইওয়ে থানার ওসি জানান, যে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে সেটাকে জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার পালাতক রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খর্নিয়া হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল। বিল্লালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে







