যশোরে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মো. নওশের আলী-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বকচর এলাকার মৃত নজির আলীর ছেলে।
জানা যায়, ২০১৮ সালে একটি মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এসআই অলক কুমার দে ও এএসআই শামসুজ্জামানের নেতৃত্বে একটি দল বকচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
রাতদিন সংবাদ







