Saturday, December 6, 2025

যশোরে র‌্যাব দেখে ব্যাগভর্তি ফেনসিডিল নিয়ে পালাতে গিয়ে নারী ধরা

যশোরে র‌্যাব দেখে পাঁচ বছরের শিশু ও আরেক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন সাদিয়া আক্তার নামে এক নারী। কিন্তু শেষরক্ষা হয়নি তার। র‌্যাবের স্পেশাল টিম তাকে আটক করেছে। পরে তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটক সাদিয়া আক্তার পিরোজপুর জেলার মাছিমপুর গ্রামের মৃত জাহাঙ্গিরের স্ত্রী। বর্তমানে তিনি পিরোজপুর পৌর এলাকার উত্তর নামাজপুরে ভাড়া থাকেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, সোমবার বিকেলে তারা মাদকবিরোধী বিশেষ অভিযান চালান পুলেরহাট এলাকায়। এমন সময় বেনাপোল-যশোর সড়কের হীরা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে সাদিয়াকে দেখতে পান তারা। সাদিয়ার কোলে পাঁচ বছরের শিশু এবং অপর হাতে একটি ব্যাগ ছিল। এ সময় সাদিয়া র‌্যাবের টিম দেখে পালানোর চেষ্টা করেন। এতে তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিক তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জানান, ব্যাগে ফেনসিডিল রয়েছে। পরে তার ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, সাদিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি এমদাদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর