শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় রাস্তায় জন্ম দেওয়া এক মানসিক ভারসাম্যহীন নারীর জীবনের মোড় ঘুরিয়ে দিল সোশ্যাল মিডিয়া। দীর্ঘ ১৯ মাস নিখোঁজ থাকার পর, গণমাধ্যম এবং ফেসবুকের কল্যাণে তিনি ফিরে পেলেন তার পরিবারকে।
গত ২৯শে জুলাই পাইকগাছা পৌরসদরের প্রধান সড়কের পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী একটি সন্তানের জন্ম দেন। “মা হয়েছে পাগলী, বাপ হয়নি কেউ” শিরোনামে এই হৃদয়বিদারক খবরটি ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সংবাদ দেখে তার পরিবার তাকে শনাক্ত করতে সক্ষম হয়।
বরগুনার বেতাগী উপজেলার উত্তর চন্দকানী গ্রামের আলমগীর হোসেন তার নিখোঁজ মেয়ের সন্ধান পান। তিনি জানান, তার মেয়ে পারুল আক্তার প্রায় ১২ বছর আগে অষ্টম শ্রেণীতে পড়ার সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১৯ মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। পাঁচ সন্তানের মধ্যে পারুলই তার বড়।
সোমবার দুপুরে আলমগীর হোসেন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মেয়ে পারুলকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, পারুলের উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, পারুলের পরিবারকে অসহায় বিবেচনা করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, নবজাতক শিশুটিকে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির ভবিষ্যতের জন্য সুব্যবস্থা করা হবে।







