Saturday, December 6, 2025

নতুন বাংলাদেশের এক বছর: যশোরে উদযাপিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস

নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ। ২০২৫ সালের ৫ আগস্ট, ফ্যাসিবাদবিরোধী গণজাগরণে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল দেশের মানুষ। সেই গৌরবময় দিনটিকে স্মরণে রাখতে মঙ্গলবার (৫ আগস্ট) যশোর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকেই যশোর শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে শহরের প্রধান সড়কে বের করা হয় একটি বর্ণাঢ্য বিজয় মিছিল। এতে অংশ নেন শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সমাজ এবং সাধারণ জনগণ। “গণতন্ত্রের জন্য লড়ি, নতুন বাংলাদেশ গড়ি”—এমন নানা স্লোগানে মুখরিত হয় যশোরের রাজপথ।

পরে বকুলতলায় নির্মিতব্য শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি। শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে অংশ নেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,বিএনপি নেতা মিজানুর রহমান খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, গত বছরের এই দিনে ঢাকার রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে সারা দেশে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে শুরু হয় দুর্নীতিবিরোধী, মানবাধিকার-সচেতন গণআন্দোলনের এক নতুন অধ্যায়। মাত্র কয়েক দিনের মধ্যে এই গণজোয়ার শেখ হাসিনার দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পতনের দিকে ঠেলে দেয় দেশকে। সেই অভ্যুত্থানই পরবর্তীতে ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর