Friday, December 5, 2025

মোরেলগঞ্জে দিনমজুরকে পিটিয়ে আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর জনসভায় যাওয়াকে কেন্দ্র করে কবির হাওলাদার (৪৮) নামে এক দিনমজুরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কবির হাওলাদার জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে জিউধরার লক্ষিখালী বাজারে ওষুধ কেনার জন্য গেলে পার্শ্ববতী বরইতলা গ্রামের জলিল হাওলাদার ও মানিক হাওলাদার তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

শনিবার বাগেরহাটের কাটাখালীতে শেখ সারহান নাসের তন্ময় এমপি’র জনসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার সাথে মোটরসাইকেল বহরে যান কবির। এরই জের ধরে তার ওপর এ হামলা হয়েছে বলে তিনি জানান।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর