Friday, December 5, 2025

গাজায় ১০০ টন সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা ২২ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রাণঘাতী এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

এই সংকটময় সময়ে গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটি গাজায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য গুঁড়া দুধ, বিস্কুট এবং ওষুধ।

রোববার (৩ আগস্ট) এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে এই সহায়তা পাঠানো হচ্ছে। সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে এটি গাজায় পৌঁছে দেওয়া হবে।

রোববার এক অনুষ্ঠানে এ সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে আরও উপস্থিত ছিলেন এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আলখিদমাত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইসহাক দার বলেন, পাকিস্তান এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দুই-রাষ্ট্রভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এই চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এটি গাজায় পাকিস্তানের পাঠানো ১৭তম সহায়তা চালান। এর মাধ্যমে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। আগামী দিনগুলোতে আরও ১০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা মোট সহায়তার পরিমাণ ১ হাজার ৮১৫ টনে উন্নীত করবে।

পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশটির জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাকিস্তানের সহানুভূতি ও উদারতা ফিলিস্তিনি জাতির মনে চিরস্থায়ী ছাপ ফেলবে।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর